ইউকেজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সাস্টিয়ান (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী)। একেকজন একেক জায়গায় নিজেদের জাত চেনাচ্ছেন। কিন্তু সবার মাঝেই ছড়িয়ে আছে ৩২০ একরের লাল মাটির গন্ধ, আর এক কিলো থেকে প্ল্যাসটার ছাড়া লাল বিল্ডিং হয়ে শহীদ মিনার বা টিলায় ছড়ানো গল্পে বোনা মস্তিষ্ক। বয়স কোনো বাধা নয় আড্ডা শুরু করার জন্য! তাই কারণে-অকারণে লন্ডনের আশপাশে জমে যায় আড্ডা! কিন্তু বছরে একটা বড় আয়োজন হয়, যেখানে সবাই চেষ্টা করে নিজেদের সন্তানদের নিয়ে আসতে, যাতে পুরোনো প্রজন্মের ভ্রাতৃত্ব বোধ ছড়িয়ে যায় তাদের মধ্যে। আমরা যারা পড়াশোনার উদ্দেশ্যে সাময়িকভাবে আসি, তাদেরও থাকে সরব উপস্থিতি। বাংলাদেশি আদলে থাকে নানা আয়োজন, যাতে থাকে সবার অংশগ্রহণ।
আমার জন্য এই বনভোজন ছিল অন্য রকমের। আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম আমার খুদে শিক্ষার্থীদের দেখার জন্য। এই সাস্টিয়ান কমিউনিটিতে সবার আগ্রহে স্বাধীনতা দিবসে শুরু করেছিলাম সম্পূর্ণ অনলাইন বাংলা স্কুল, বর্ণমালা! যাতে শুরুতে শিক্ষার্থী ছিল ৩০–এর কাছাকাছি! বয়স ৭ থেকে ১৮ বছর! শুরুতে ২ গ্রুপে ক্লাস নিতাম! আমি স্বেচ্ছাসেবক হিসেবেই ছিলাম। কয়েক মাসের মধ্যে অনেকেই নানা সমস্যায় আর নিয়মিত থাকতে পারেনি। কিন্তু অনেকেই টিকে গেল! ক্লাস এখন একটি গ্রুপেই হয়, জন ১২ শিক্ষার্থী এখনো পুর উদ্যমে শিখে যাচ্ছে বাংলা ভাষার বর্ণমালা আর মজার মজার শব্দ, সাথে কিছু ছড়া!

এবার কিছু মজার অভিজ্ঞতা বলি, কোনো এক রোববার ছিল বাবা দিবস এবং ওই সপ্তাহের বাড়ির কাজ ছিল নিজের বাবার জন্য কার্ড বানানো। সবাই খুব উৎসাহে কার্ড বানিয়ে এনেছে! তাদের মধ্যে একটি কার্ড ছিল বেশ রঙিন, সেখানে বড় হরফে বাংলায় লেখা বাবা, যার ভেতরে আবার ৩৪টি ভাষায় বাবা লেখা ছিল! আরেকটি কার্ড ছিল সাদা–কালো, দাগ টানা খাতায় আড়াআড়িভাবে লেখা। এতে কিছু বেলুন আর নকশা এমনভাবে করা হয়েছে যা দেখলেই সুখী একটা ভাব স্পষ্ট বোঝা যায়! সবারগুলো দেখার পর এই দুটি কার্ডের নকশাকারকে বলেছিলাম ব্যাখ্যা করতে কেন তারা এভাবে ডিজাইন করছে! প্রথমজন বলেছে, তার কাছে বাবা হচ্ছে সর্বজনীন, সবকিছুতেই পাওয়া যায় এমন! দ্বিতীয়জন বলেছিল, বাবা এমন যার সাথে কোনো কিছু শেয়ার করতে কিছুই ভাবতে হয় না!

আমাদের ইউকের এই নতুন প্রজন্ম যে মমতা নিয়ে বাংলা শিখতে এখনো লেগে আছে, তা প্রমাণ করে এদের মাঝে আছে সাহস ও সহিষ্ণুতার এক অপার্থিব মেলবন্ধন, যাকে ইংরেজিতে বলে ‘Grit’, যা কিনা এখন বিবেচনা করা হচ্ছে সফলদের সফলতার পেছনের অন্যতম কারণ হিসেবে! এরা একদিন আকাশ ছোঁবে, সেই আকাশে থাকবে বাংলার নদীর কথা, মৌমাছিদের কাজের লোক হওয়ার কাহিনি আর স্বপ্ন দিয়ে তৈরি, আর স্মৃতি দিয়ে ঘেরা এক টুকরা বাংলাদেশ!
Published in Prothom ALo on August 26, 2021
10,822 Comments